ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ ফেব্রুয়ারি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত। বেগম জিয়া অংশ নিতে পারবেন কিনা এটা আদালতের এখতিয়ার। আদালতের আইনী জটিলতার কারণে বেগম জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি মাঠে আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে। বিএনপি দাবি করছে কারারুদ্ধ বেগম জিয়ার বিএনপি অনেক শক্তিশালী, তা হলে বিএনপি কেন নির্বাচনে আসবে না, বেগম জিয়া না থাকলে কি বিএনপি হারিয়ে যাবে। একজনের উপর একটি দল নির্ভর করে না। শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি ভেবেছিল বেগম জিয়ার দুর্নীতির মামলায় রায় হওয়া এবং গ্রেফতারের পর রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে বঙ্গোপসাগরের ঢেউ রাস্তায় নামবে, কিন্তু তা হয়নি। এ বিষয়ে মানুষের সাড়া মেলেনি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচীর ইতিহাস নেই। হাইকোর্টের সামনে প্রিজনভ্যানে হামলা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বিএনপির সক্ষমতা নেই। খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আওয়ামী লীগ কোন কর্মসূচী দেয়নি। আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচী দিয়েছে। বেগম জিয়ার সঙ্গে গৃহপরিচারিকাকে কারাগারে থাকার অনুমতি দিয়েছে যা নজিরবিহীন ঘটনা। খালেদা জিয়ার মামলার সাটির্ফাইড কপি পাওয়ার সময়ক্ষেপণ নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি পেতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এ নিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টির প্রয়োজন নেই। নির্ধারিত সময়ে তারা তা পাবেন এটা আমাদের বিশ্বাস। দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মেঘনা ও গোমতী সেতু নির্মাণে প্রাক্কলনের চাইতে সাত শত কোটি টাকা কম খরচ হবে এবং নির্ধারিত সময়ের ৬ মাস আগে অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী নির্বাচনের আগে বিদ্যুত, রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন কাজসহ শেষ হবে মন্ত্রী আশা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
×