ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালিত

প্রকাশিত: ০৫:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন, বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মদিন শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রংপুর মহানগরী এবং তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস), পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণ, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচী পালন করে। শুক্রবার সকালে ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে পু®পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংসদের ¯পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বেলা ২.৩০ মিনিটে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন । ড. ওয়াজেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় টাউন হল চত্বরে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় টাউন হলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এমএ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ লালদিঘীর ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ মে মারা যান তিনি। পিতা আব্দুল কাদের মিয়া ও মাতা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। গ্রামের প্রাইমারী বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী ও পীরগঞ্জ থানার হাইস্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে তিনি ১৯৫২ সালে রংপুর শহরের সরকারী জেলা স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ১৯৫৬ সালে এই স্কুল থেকে ডিস্টিংশনসহ ম্যাট্রিকুলেশন পাস করেন।
×