ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনু হত্যা মামলা

শাহাদাতসহ ৫ জনের মৃত্যুদন্ড বহাল

প্রকাশিত: ০৫:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

শাহাদাতসহ ৫ জনের মৃত্যুদন্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরউদ্দিন মনু খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনসহ ৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছে উচ্চ আদালত। মামলার আসামিরা হলো মিন্টু, তোতা মাসুদ, লিটন ওরফে নূরুজ্জামান ও বাবু। সোহেল ও জিকুকে মৃত্যুদন্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে হাইকোর্ট। এছাড়া জাহানারা নামে আরেক আসামিকে যাবজ্জীবন দিয়েছিল বিচারিক আদালত। সে সাজা বহাল রেখেছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপীলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী এ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ও এ্যাডভোকেট সরোয়ার হোসেন। এর আগে ২০১৫ সালের ৩০ মার্চ মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনু ওরফে মনু হাজী হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাতসহ সাতজনকে মৃত্যদন্ড দেন বিচারিক আদালত। ঘটনার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরের ৪৯/৩ শাহ আলীবাগের বাসার সামনে মিলাদ মাহফিলের তবারক বিতরণ শেষে বসে থাকা অবস্থায় মনির উদ্দিন মনুকে অস্ত্রধারী আসামিরা পরপর আট রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×