ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই ভাইসহ নিহত ১০

প্রকাশিত: ০৪:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

দুই ভাইসহ নিহত ১০

সড়ক দুর্ঘটনা জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিন যাত্রী, চট্টগ্রামে রিক্সাচালক, সাভারে দুই সহোদর, রূপগঞ্জে নসিমন চালক, দোহারে ও নাটোরে দুই নারী এবং সান্তাহারে শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার সমিতির বাজারে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার বিকেলে তিনজন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়। বালু ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় চট্টগ্রাম অভিমুখী জোনাকী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি মোড় এলাকায় হিউম্যান হলারের ধাক্কায় এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত আলাউদ্দিন (৪০) ভোলার রায়রাবাদ এলাকার জনৈক আবদুল মাজেদের পুত্র। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ড্রাইভার কলোনি মোড়ে একটি লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন আলাউদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভার ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ মাগুরার শত্রুজাতপুর এলাকার সুজনের দুই পুত্র দেলোয়ার হোসেন সাজিদ (২৫) ও সৌরভ (২৩)। জানা গেছে, রাতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সৌরভকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন (শ্যালো মেশিন চালিত) চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কুশাব এলাকায়। হাইওয়ের থানার এসআই জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক মেঘনা থেকে গম ভর্তি ট্রাক ও গাউছিয়া থেকে রড ভর্তি নসিমন এশিয়ান রোডের কাঞ্চনের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা মারে। এতে নসিমনসহ ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় নসিমনের চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। দোহার-নবাবগঞ্জ দোহারে মঙ্গলবার দুপুরে পিকআপের চাপায় মালতী রানী দাস (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ পাটনি বাড়ি এলাকার মৃত মহেনরো চন্দ্র দাসের স্ত্রী। জানা যায়, নিহত মালতী রানী দাস রাস্তার নিচে গাছের পাতা ঝাড়ু দেয়ার সময় একটি পিকআপ ও একটি অটো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার নিচে গিয়ে নিহত মালতী রানী দাসের উপর গিয়ে পড়ে। আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। নাটোর নাটোরের নলডাঙ্গায় বাসের চাপায় একা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নলডাঙ্গা বাজারের পৌরসভার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত একা বেগম উপজেলার ব্রহ্মপুর গ্রামের আশরাফ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নলডাঙ্গা পৌরসভার সামনে একা বেগম দাঁড়িয়েছিল। এ সময় নলডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রাজকীয় পরিবহনের একটি যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর জখম হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সান্তাহার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের জিনইর গ্রামের রাস্তা অটো চার্জারের ধাক্কায় মিম নামের ৪ বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের জিনইর গ্রামের এরশাদ হোসেনের শিশুকন্যা সোমবার বিকেলে জিনইর গ্রামের ভেতর দিয়ে থাকা পাকা রাস্তা পার হচ্ছিল। এসময় আদমদীঘি থেকে কোমারপুরগ্রামী অটো চার্জারের ধাক্কায় শিশু মিম গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করে। সেখানে রাতেই শিশুটি মারা যায়।
×