ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্কুলের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৭:০০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরায় স্কুলের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ উপজেলার হাওয়ালখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্যনির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে দেয়া হয়েছে। রবিবার রাতে এই ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে। এর আগে শহীদ মিনারটি নির্মাণে স্থানীয় যুবলীগ নেতা খোরশেদ আলম রিপন বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। এ কারণে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সন্দেহ করছেন নবনির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে দেয়ার পেছনে এই সাবেক বিএনপি নেতা (বর্তমানে যুবলীগ নেতা) জড়িত থাকতে পারে। তবে রিপন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল ইসলাম জানান, আসন্ন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে স্থানীয় সমাজসেবক আলাউদ্দিনকে বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেয়ার অনুরোধ জানানো হয়। এ জন্য আলাউদ্দিন বিভিন্ন জনের সহায়তা নিয়ে স্কুলের জমিতে সম্প্রতি হাজার দশেক টাকা ব্যয়ে শহীদ মিনারটি তৈরি করে দেন। প্রধান শিক্ষক জানান, সোমবার সকালে স্কুলে এসে শহীদ মিনারটি কে বা কারা ভেঙ্গে ফেলেছে বলে দেখতে পান।
×