ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মহাখালীতে লেগুনার ধাক্কায় বৃদ্ধা গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মহাখালীতে লেগুনার ধাক্কায় বৃদ্ধা গৃহকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে লেগুনার ধাক্কায় এক বৃদ্ধা গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এদিকে পুরানা পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মহাখালীতে লেগুনার ধাক্কায় বেগমুন্নেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা পথচারীর মৃত্যু হয়েছে। নিহত বেগমুন্নেছা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। গুলশানের কড়াইল বস্তিতে থাকতেন তিনি। এদিকে শনিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার গভীর রাতে মহাখালী ফ্লাইওভারের নিচে নামিরা রেস্টুরেন্টের সামনে রাস্তা পার হচ্ছিলেন বেগমুন্নেছা বেগম। এ সময় বেপরোয়া গতির একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তেজগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়ারেছ জানান, লেগুনাসহ চালককে আটক করা হয়েছে। পরে বেগমুন্নেছা লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। অগ্নিকা- ॥ রাজধানীর পুরানা পল্টনে ২০ তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুল আলম জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে পুরানো ঢাকার এলাকার ২৭/২ নম্বর জামান টাওয়ারে ২০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। সংবাদ পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি। তদন্ত করে জানা হবে।
×