ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লন্ডন হাইকমিশনে বিএনপির হামলার নিন্দা

প্রকাশিত: ০৮:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডন হাইকমিশনে বিএনপির হামলার নিন্দা

কূটনৈতিক রিপোর্টার ॥ লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে বিএনপির মিছিল থেকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে নিন্দা জানিয়ে দেয়া হাইকমিশনের বিবৃতি পড়ে শোনান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিবৃতিতে বলা হয়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই দূতাবাসের সম্পত্তি ধ্বংস করা মানে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা এবং দূতাবাসে আক্রমণ করা বাংলাদেশকে আক্রমণ করার শামিল। মঞ্জুরুল করিম মিয়ানমারে রাষ্ট্রদূত নিযুক্ত কূটনৈতিক রিপোর্টার ॥ মঞ্জুরুল করিম খান চৌধুরীকে মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৭তম বিসিএস ফরেন এ্যাফায়ার্স ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ফেব্রুয়ারি কূটনৈতিক জীবনে চাকরিতে প্রবেশ করেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ইস্তানবুল, লন্ডন, রোম এবং বন্দর সেরি বেগাওয়ানের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
×