ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চেক প্রদান

প্রকাশিত: ০৪:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৭ ফেব্রুয়ারি ॥ কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা ও বেলকাটি গ্রামের দু’জন ভিক্ষুককে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে পিকেএসএফ এর অর্থায়নে স্থানীয় এনজিও সমাধানেন সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসনে অফেরৎযোগ্য ওই চেক প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ আল বাহার বেলকাটি গ্রামের কওছার আলী গাজী ও গড়ভাঙ্গা গ্রামের মিজানুর রহমানের হাতে এক লক্ষ টাকা করে দুটি চেক তুলে দেন। চেক গ্রহণ করে তারা দুজনই আর ভিক্ষা না করার ঘোষণা দেন। তারা জানান, ওই টাকা থেকে একটি করে গাভী পালন করবেন এবং বাকি টাকা দিয়ে ক্ষুদ্র ব্যবসা করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরাফাত আলী, আশরাফুজ্জামান, আলমগীর হোসেন সবুজ প্রমুখ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ফেব্রুয়ারি ॥ ধামইরহাট ও পত্নীতলায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এসব কম্বল বিতরণ করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম। তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় পতœীতলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার শহিদুল ইসলাম, সাবেক কমান্ডার সোলেমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
×