ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বয়স যাচাই প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বয়স যাচাই প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধে এসএমএসের মাধ্যমে বয়স যাচাইকরণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় দলদলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার। প্রশিক্ষণে ইউনিয়নের ২৮ জন ইমাম, পুরোহিত ও ঘটক অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৭০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। ডিজিটাল মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ৭ ফেব্রুয়ারি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদসহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
×