ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন দুই মন্ত্রী

প্রকাশিত: ০৪:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন দুই মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ ফেব্রুয়ারি ॥ নালিতাবাড়ীতে নবনির্মিত বেগম রওশন-ডাঃ আমজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী নিজপাড়া এলাকায় নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫শ’ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ’ প্রকল্পের আওতায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ওই প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয়। স্থানীয় জমিদাতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের পরিবার এ জন্য ৫০ শতক জমি দান করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান বক্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জমিদাতা বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ। নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ কাজ উদ্বোধন লালদীঘির গণহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লালদীঘির গণহত্যায় নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুক্রবার এ কাজের উদ্বোধন করেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, জেলা আইন সমিতির সভাপতি এ্যাডভোকেট তপন রায়, সিডিএ’র বোর্ড সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কেবিএম শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, সংস্থার সচিব তাহেরা ফেরদৌস প্রমুখ।
×