ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সমকাল সাংবাদিক আঃ হাকিম শিমুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন এবং ১১টায় শাহজাদপুরসহ সিরাজগঞ্জের সকল উপজেলার সাংবাদিকবৃন্দ দ্রুতবিচার দাবিতে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে একটি শোক র‌্যালি শাহজাদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব থেকে সাংবাদিকবৃন্দ নিহত সাংবাদিক শিমুলের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বাদ যোহর কয়েকটি মসজিদে শিমুলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় স্থানীয় গার্লস্ হাইস্কুলে শিমুলের স্মরণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ড, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ও শাহজাদপুরের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সাবরাং মুন্ডারডেইল ও হ্নীলার ওয়াব্রাং এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে ইয়াবার বিশাল চালান উদ্ধার অভিযানে চোরাচালানিদের কেউই আটক হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ-২ বিজিবির পরিচালক জানান, মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার মধ্যরাতে মুন্ডারডেইল নৌকা ঘাটের উত্তর পার্শ্বে অবস্থান নেয়। নৌকাটি মুন্ডারডেইল ঘাটে আসলে ৩ জন ব্যক্তি ৩টি প্লাস্টিকের বস্তা নিয়ে ঘাটে নামামাত্রই টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় নৌকাটি অতিদ্রুত সাগরের দিকে এবং ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাগুলো খুলে গণনা করে ৯ কোটি টাকা মূল্যমানের ৩ লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। এছাড়াও হ্নীলা লবণ মাঠের উত্তর পার্শ্বে পলিথিন মোড়ানো একটি প্যাকেট খুলে গণনা করে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
×