ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দু’দিনের ব্যবধানে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

প্রকাশিত: ০৬:০৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

দু’দিনের ব্যবধানে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে পাইকারিভাবে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে প্রায় ১৫ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩৪ থেকে ৩৮ টাকা। যা দু‘দিন আগেও প্রকারভেদে ৪৯ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। সামনে পেঁয়াজের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত নাসিক, ইন্দোর, ষোলাপুর জাতের গোটা পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩৮ টাকা কেজি দরে এবং এসব জাতের ছোট দানার পেঁয়াজ ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দু’দিন আগে এসব পেঁয়াজ ৪৯ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব এখনও পড়েনি। দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে। দু‘দিন আগেও এসব জাতের পেঁয়াজ একই দামে বিক্রি হয়েছিল। হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন-উর-রশীদ জানান, সম্প্রতি ভারতের বাজারে সুখসাগর নামের নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায়, ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেশ খানিকটা বেড়ে গেছে। এতে করে ভারতের বাজারে পেঁয়াজের দাম দু’দফায় কমেছে। এর ফলে বাংলাদেশের বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া বাজারে দেশীয় পেঁয়াজের জোগান ভাল থাকায়, আমদানিকৃত পেঁয়াজের দামের ওপরও প্রভাব পড়েছে।
×