ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে তিন রেল কোচ পরীক্ষামূলক চালু

প্রকাশিত: ০৪:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮

 সৈয়দপুরে তিন রেল কোচ পরীক্ষামূলক চালু

সংবাদদাতা, সৈয়দপুর, ২ ফেব্রুয়ারি ॥ সাদার ওপর লাল-সবুজের রেলবহরের ট্রায়াল (পরীক্ষামূলক দৌড়) সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় গিয়ে আবার বিকেলে ফিরে আসে। পরীক্ষামূলক এ ট্রেন যাত্রায় কারখানার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার আমিনুল হাসান জানান, ইরান থেকে আমদানি করা এমডি ৫২০ মডেলের মিটার গেজ এসব কোচ দীর্ঘদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করেছে। পরে এগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ২০০৯ সালে চট্টগ্রামের পাহাড়তলীর ইয়ার্ডে ফেলে রাখা হয়। পরিত্যক্ত অবস্থায় ৯ বছর থাকার পর রেলওয়ে কারখানার কর্তৃপক্ষ তা মেরামতের জন্য ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ১৮টি কোচ সৈয়দপুরে নিয়ে আসে। পরে কারখানার তিনটি সপে এগুলো মেরামত করা হয়। জানা গেছে, ৩২ ভাগ জনবল দিয়ে নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টায় প্রায় দেড় মাসে কোচ তিনটির মেরামত সম্পন্ন হয়। ভ্যাকুয়াম ব্রেকের কোচগুলোকে এয়ার ব্র্রেকে রূপান্তর করা হয়েছে। প্রতিটি কোচে ৬৪টি অত্যাধুনিক আসন ও যাত্রীদের মোবাইল চার্জিং সুবিধা সংযোজন করা হয়। এতে সরকারের সাশ্রয় হয়েছে প্রায় ৯৮ কোটি টাকা। মিটার গেজ এ কোচগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ থেকে ৮০ কিঃমিঃ গতিতে চলাচল করতে সক্ষম। তাই সমগতির ট্রেন লালমনি এক্সপ্রেস কিংবা রংপুর এক্সপ্রেসে এগুলো যুক্ত হবে। একই বহরের আরও ১৫টি কোচ ট্রায়ালের জন্য অপেক্ষমাণ রয়েছে।
×