ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বয়স্ক জনগোষ্ঠীকে সঙ্গে রাখতে হবে

প্রকাশিত: ০৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বয়স্ক জনগোষ্ঠীকে সঙ্গে রাখতে হবে

সংসদ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে বয়স্ক জনসমষ্টিকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বয়স্ক জনসংখ্যার সর্বাত্মক কল্যাণ নিশ্চিত করতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় অবশ্যই অগ্রমুখী নীতি ও কৌশল গ্রহণ করতে হবে। যাতে বয়স্করা কোনভাবে পিছিয়ে না পড়েন। টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে তারাও যেন যথাযথ ভূমিকা পালনে সক্ষম হন। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সদর দফতরে বুধবার অনুষ্ঠিত ‘কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ এর ৫৬তম অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব এ্যাকশনের তৃতীয় রিভিউ ও এ্যাপরাইজালের আঞ্চলিক ফলাফলের ওপর গ্লোবাল রিভিউ সংক্রান্ত ওই অধিবেশনে স্পীকার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। ইউএন-ডেসা ও ইউএন-এসকাপ-এর আমন্ত্রণে ওই অধিবেশনে প্যানেলিস্ট ছিলেন প্যারাগুয়ের স্যোশাল এ্যাকশন বিষয়ক মন্ত্রী হেক্টর র‌্যামন কার্ডিনাস মলিনাস, পর্তুগালের শ্রম, সংহতি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জোসে এ্যান্তোনিও ভাইয়ারা দ্য সিলভা, জাম্বিয়ার কমিউনিটি ডেভলপমেন্ট ও সোশ্যাল সার্ভিস বিষয়ক মন্ত্রী মিজ এমিরাইন কাবানসি এবং বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির মহামারিবিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. আলবা শিবাই। অধিবেশন পরিচালনা করেন সোশ্যাল ডেভলপমেন্ট কনসালটেন্ট মিজ সিলভিয়া বিয়েলিজ। আলোচনায় স্পীকার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির ক্রমবর্ধমান ধারার কথা উল্লেখ করে বলেন, শিশু ও নারী মৃত্যুহার হ্রাস এবং প্রজনন ক্ষমতা কম এমন দীর্ঘজীবী দম্পতিদের সংখ্যা বৃদ্ধি বয়স্ক জনসংখ্যার এই ধারা সৃষ্টি করেছে। ফলে ধনী দেশে পরিণত হওয়ার পূর্বেই অনেক দেশে প্রবীণ সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। বয়স্ক জনগণের কল্যাণে বাংলাদেশ সরকার গৃহীত ব্যাপক পদক্ষেপের বিষয়ে আলোকপাত করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার ৩ দশমিক ৫ মিলিয়ন প্রবীণ জনগোষ্ঠীকে বয়স্কভাতা প্রদান করছে। দেশে প্রবীণদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। অন্য হাসপাতালসমূহে প্রবীণদের জন্য বেড সংরক্ষিত আছে।
×