ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী স্বাস্থ্য শিক্ষা ও শ্রমবাজারে অংশ গ্রহণে অগ্রগতি বাংলাদেশের ॥ এডিবি

প্রকাশিত: ০৮:৩৪, ৩১ জানুয়ারি ২০১৮

নারী স্বাস্থ্য শিক্ষা ও শ্রমবাজারে অংশ গ্রহণে অগ্রগতি বাংলাদেশের ॥ এডিবি

স্টাফ রিপোর্টার ॥ লিঙ্গ (জেন্ডার) বৈষম্য থাকা স্বত্ত্বেও নারীর স্বাস্থ্য, শিক্ষা এবং শ্রমবাজারে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ জেন্ডার ইক্যুয়ালিটি ডায়াগনস্টিক অব সিলেক্টেড সেক্টরস’ শীর্ষক এক প্রতিবেদনে বহুজাতিক সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গবর্নেন্স এ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি) এর সঙ্গে যৌথভাবে এডিবি প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করেছে। উদাহরণ হিসেবে মাতৃমৃত্যু হ্রাস, উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়া, নারীর কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে প্রতি ১০ হাজারে মাতৃমৃত্যুর সংখ্যা ছিল ৪৭২ জন, ২০১৫ সালে সেটা কমে ১৪৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে অনানুষ্ঠানিক বিদ্যালয়ে ২০১০ থেকে ২০১৩ তিন বছরের ব্যবধানে নারী শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২১ থেকে বেড়ে ৪১ শতাংশ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে নারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার্থীর সংখ্যা এখনও কম, মাত্র ২৮ শতাংশ। আবার শ্রমবাজের নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় দ্রুত বাড়ছে। যদিও ২০১৩ সালের হিসাব অনুযায়ী শ্রমবাজেরর মোট কর্মীর মাত্র এক-তৃতীয়াংশ নারী। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত প্যানেল আলোচনায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, এডিবির আবাসিক প্রধান মনমোহন পারকাশসহ অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
×