ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দীর্ঘ প্রতীক্ষার পর আটক বন্দীদের চিকিৎসায় নতুন ২০ ডাক্তার নিয়োগ

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ জানুয়ারি ২০১৮

দীর্ঘ প্রতীক্ষার পর আটক বন্দীদের চিকিৎসায় নতুন ২০ ডাক্তার নিয়োগ

মশিউর রহমান খান ॥ দীর্ঘ প্রতীক্ষা আর চিঠি চালাচালির পর অবশেষে সারাদেশের ৬৮ কারাগারে আটক বন্দীর স্বাস্থ্য সুরক্ষায় ও সুচিকিৎসার জন্য এক শ’ সতেরো পদের বিপরীতে নতুন ২০ ডাক্তার নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি সপ্তাহ থেকেই এসব ডাক্তার নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। এসব ডাক্তারকে কারা হাসপাতালে বন্দীর চিকিৎসা প্রদানের জন্য প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। আশার কথা হচ্ছে এর ফলে কারাগারে আটক প্রায় ৭০ হাজার সামান্য চিকিৎসা পাওয়া বন্দীকে আগের চেয়ে অনেক পরিমাণ চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি কারাগারে কর্মরত কারা কর্মকর্তা কর্মচারীরাও চিকিৎসা সেবা পাবেন। নিয়োগ দেয়ার পরও সারাদেশের কারাগারে বর্তমানে ৯৭ ডাক্তারের পদ শূন্য রয়েছে। প্রয়োজনের তুলনায় এসব ডাক্তারের সংখ্যা অনেক কম। কারা অধিদফতরের পক্ষ থেকে ২০১৫ সাল থেকে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দফায় দফায় চিঠি পাঠানোর পর রবিবার এসব ডাক্তার নিয়োগ দেয়া হয়। কারা অধিদফতর সোমবারই নিয়োগকৃত ডাক্তারদের শূন্য পদের বিপরীতে দেশের বিভিন্ন কারাগারে পদায়ন করেছে বলে অধিদফতর সূত্র বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছে। যেসব কারাগারে ডাক্তার পদায়ন করা হয়েছে সেগুলো হচ্ছেÑ নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পাবনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, রাজবাড়ী, দিনাজপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, ফেনী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা জেলা কারাগার ও কেন্দ্রীয় কারাগারের মধ্যে ময়মনসিংহ, কুমিল্লা, যশোর, বরিশাল ও কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন্স। এ বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জনকণ্ঠকে বলেন, কারাবন্দীকে সময়মতো সুচিকৎসা প্রদান করা প্রতিটি বন্দীর মৌলিক অধিকার। শূন্যপদ থাকা সত্ত্বেও শুধু ডাক্তার না থাকায় আমরা কারাভ্যন্তরের হাসপাতালগুলোতে অসুস্থ বন্দীকে ভর্তি করে চিকিৎসা প্রদান করতে পারছি না। বন্দীর সুচিকিৎসা নিশ্চিতকল্পে ডাক্তারের প্রয়োজনীয়তা উল্লেখ করে দীর্ঘবছর ধরে জরুরী ভিত্তিতে ডাক্তার নিয়োগের জন্য কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ স্বাস্থ্য অধিদফতরে চিঠি প্রদান করলেও তেমন কোন সাড়া পাওয়া যায়নি। সম্প্রতি এই অবস্থা থেকে উত্তরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশের বিভিন্ন জেলা কারাগার ও কেন্দ্রীয় কারাগারে ২০ সহকারী সার্জনকে প্রেষণে নিয়োগ দিয়েছে। চলতি সপ্তাহ থেকেই এসব ডাক্তাররা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। এর ফলে দীর্ঘ বছরের দাবি অনুযায়ী চিকিৎসা বঞ্চিত কারাবন্দী ও কারা কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা করা অনেকটা সহজ হবে। তবে সব শূন্য পদের বিপরীতে ডাক্তার নিয়োগ দেয়া অতি জরুরী হয়ে পড়েছে। তবে কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার পদায়ন না করায় গুরুতর অসুস্থ বন্দীদের আমাদের বাধ্য হয়েই বাইরের বিশেষায়িত হাসপাতালে পাঠাতে হচ্ছে। অবহেলা বা নিরাপত্তা সঙ্কটের কারণেও কিছু আসামি বাইরের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া কিছু আসামি হাসপাতাল থেকে পালিয়ে যেতেও দেখা যায়। তাই বন্দীর সুচিকিৎসা প্রদানের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তার কথা ভেবে কারাগারের সব শূন্য পদের ডাক্তারের পাশাপাশি আমাদের চাহিদা মাফিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেয়া অতি জরুরী।
×