ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্দ বাড়বে

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ জানুয়ারি ২০১৮

সব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্দ বাড়বে

এম শাহজাহান ॥ পদ্মা সেতুর মতো অন্যান্য মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নতুন বাজেটে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে। লক্ষ্য, উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অর্জন যা ৭ দশমিক ৬ শতাংশ প্রাক্কলন করা হতে পারে। আসছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জনতুষ্টি অর্জনে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে। জনসাধারণের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে-এ ধরনের কোন কর ও ভ্যাট পলিসি গ্রহণ করা হবে না। জিনিসপত্র বিশেষ করে খাদ্যপণ্যের দাম কমিয়ে আনাসহ সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। জানা গেছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান উন্নয়ন জনসাধারণকে দেখাতে চায় সরকার। সব বিতর্ক ও চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন এ সেতু বিশ্বে এখন এক সাফল্যগাথা। এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও মাতারবাড়ি বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ। এছাড়া ঢাকার মেট্রোরেল লাইন, দক্ষিণবঙ্গের পায়রা গভীর সমুদ্রবন্দর, রামপাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, চট্টগ্রামের দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ, পদ্মা সেতুতে রেল সংযোগ, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর এবং এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আগামী বাজেটে এসব প্রকল্পে সরকারী বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। চলতি বছর প্রকল্পগুলো বাস্তবায়নে ৩৩ হাজার ১৮২ কোটি টাকার সরকারী বরাদ্দ আছে। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মুসলিম চৌধুরী জনকণ্ঠকে বলেন, মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সবচেয়ে বেশি নজর দেয়া হবে আগামী বাজেটে। চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে যা, বিশ্ববাসীর কাছে দৃশ্যমান। ঠিক তেমনি অন্যান্য প্রকল্প বাস্তবায়নেও আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। তিনি বলেন, নতুন প্রকল্প গ্রহণের চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো এগিয়ে নিতে সরকার বেশি আন্তরিক। এছাড়া রূপকল্প-২১ বাস্তবায়ন এবং দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে হলে এ মুহূর্তে মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন সবচেয়ে বেশি জরুরী। এ কারণে আগামী বাজেটে বিদ্যমান প্রকল্পগুলো আরও দ্রুত এগিয়ে নেয়ার কৌশল গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, মেগা প্রকল্পের পাশাপাশি আগামী বাজেটে বেশ কিছু খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন। এ জন্য স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ছে। সার্বিক মানবসম্পদ উন্নয়নে নানা ধরনের পরিকল্পনাও নেয়া হচ্ছে। এছাড়া ভৌত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুত, জ্বালানি, সড়ক, রেলপথ ও বন্দর উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে। পাশাপাশি কৃষি ও পল্লী উন্নয়ন, কর্মসৃজনও অগ্রাধিকার খাতে থাকছে। অগ্রাধিকার তালিকায় আরও রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা অর্জন, সরকারী সেবাদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। এছাড়া বহির্বিশ্বের অর্থনৈতিক সুযোগ অধিক ব্যবহার, প্রবাসী আয় বৃদ্ধি ও নতুন রফতানির বাজার অনুসন্ধানের বিষয়ও এর অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
×