ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শ্যালিকা খুন

প্রকাশিত: ০৬:০৯, ৩০ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে শ্যালিকা খুন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলায় সোমবার দুপুরে ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মুন্নী আকতার (৩৫) নামে একজন গৃহবধূ। ঘাতক আমিনুর রশিদ চিরিরবন্দর উপজেলার সেটেলম্যান্ট (জরিপ) অফিসের পিও হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী সোনিয়াও (৩০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হসপাতালে ভর্তি হয়েছেন। লোকজন ঘাতক আমিনুর রশিদকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক আমিনুর রশিদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। জানা যায়, সোমবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আমিনুরের। একপর্যায়ে স্ত্রী সোনিয়াকে হত্যার উদ্দেশে সে ছুরিকাঘাত করে। তা দেখে স্ত্রীর বড় বোন মুন্নী আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রী সোনিয়াকে গুরুতর অবস্থায় স্থানীয়রা দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক, কোন চিকিৎসা না দিয়ে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। লক্ষ্মীপুরে যুবকের লাশ উদ্ধার ॥ নিজস্ব সংবাদাদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরণে ফুলশার্ট ও সহপ্যান্ট রয়েছে। সোমবার সকালে পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় জেলেদের জালে লাশটি উঠে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তালতলীতে শিশুর লাশ উদ্ধার ॥ নিজম্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, বরগুনার তালতলীতে রাব্বি নামের (৯) এক শিশুর লাশ বাড়ির পুকুরপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ শিশু পুত্রকে হত্যার অভিযোগ করায় সৎ মা চম্পা বেগম হুইল ওয়াশিং পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনা ঘটেছে সোমবার উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাপাড়া গ্রামে। সৎমাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×