ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে শেখ হাসিনা সরকার॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ জানুয়ারি ২০১৮

বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে শেখ হাসিনা সরকার॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালের পর থেকে আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, জঙ্গী তৎপরতা ও সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের মডেলে পরিণত করেছে শেখ হাসিনা সরকার। তিনি শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। তিনি বলেন, দেশে পর পর বন্যা, ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং উন্নয়নের বাধা সত্ত্বেও পৃথিবীর অকুণ্ঠ সমর্থন নিয়ে সকল কাঁটা দূর করে বর্তমান সরকার সফল হয়েছে। তিনি বলেন, ২০১৪ সালে একটি দল যুদ্ধাপরাধীদের যোগ সাজসে জঙ্গী ও নাশকতা করে নির্বাচন বানচাল করতে পারেনি। আগামী নির্বাচনে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফির সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক, আবুল কালাম আহসানুল হক ডিউক এমপি ও টিপু মুন্সি এমপি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা সভাপতি মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাইল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মন্ডল জেলা দফতর সম্পাদক তহিদুল ইসলাম টুটুল প্রমুখ। মতিয়া চৌধুরী বলেন, অনবরত অগ্নিসন্ত্রাস এবং সাবোটাজসহ সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে জনগণের ভালবাসায় সিক্ত হয়ে আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি বার বার গণতন্ত্রকে হত্যা করেছে।
×