ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশিত: ০৪:৫২, ২৬ জানুয়ারি ২০১৮

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার ও সেকশন অফিসার (গ্রেড-২) তানিয়া হুদা। মামলা থেকে অব্যাহতি পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ভূমি বরাদ্দে দুর্নীতির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নগরীর আগ্রাবাদ এলাকায় প্রায় দেড় বিঘা আয়তনের একটি ভূমির ইজারা নিবন্ধনের ক্ষেত্রে লিজের শর্ত ভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল জরুরী অবস্থা চলাকালে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মোহাম্মদ রুহুল আমীন এ আদেশ প্রদান করেন। তবে আরেক আসামি আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় কার পার্কিংয়ের জন্য বরাদ্দ করা একটি জায়গা তিন তারকামানের হোটেল ‘গোন্ডেন ইন’ নির্মাণের জন্য ইজারা দেয়ার সুপারিশ করেছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১ দশমিক ৪ বিঘা আয়তনের জমিটির মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬৯ লাখ টাকা। কিন্তু পরে লিজের শর্ত ভঙ্গ করে এই জমির ইজারা নিবন্ধন করা হয় সানমার হোটেল লিমিটেডের নামে।
×