ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুর্ঘটনায় পা হারালেন এক শ্রমিক

প্রকাশিত: ০৬:০৬, ২৪ জানুয়ারি ২০১৮

শাহজালালে দুর্ঘটনায় পা হারালেন এক শ্রমিক

স্টাফ রিপোর্টার ॥ ক্যাজুয়াল শ্রমিকরা যখন তাদের চাকরি স্থায়ী করার দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে ওভারটাইম না করার কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছেন, তখন ডিউটিতে থাকাবস্থায় এক শ্রমিক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ক্যাজুয়াল শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়েছেন। সোমবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার হওয়া শ্রমিকের নাম মুখলেছুর রহমান। তিনি বিমানের দৈনিক ভিত্তিক (ক্যাজুয়াল) শ্রমিক হিসেবে কাজ করছেন। বিমান জানিয়েছে, তিনি গভীর রাতে কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার একটি পা কাটা পড়ে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাত দেড়টায় মোঃ মুখলেছুর রহমান এয়ার এশিয়া ফ্লাইটের প্রায় ৩ টন অফ লোড কার্গো সরানোর কাজ করছিলেন। প্রচ- ভারী এসব কার্গোর কাজ করা বেশ শ্রমসাধ্য। কাজ করতে গিয়ে হঠাৎ তার ডান পায়ের ওপর একটি কার্গো ট্রলি পড়ে। এতে তার পা ভেঙে যায়। বিমান সিবিএ সভাপতি মশিকুর রহমান জানিয়েছেন, মোঃ মুখলেছুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৈনিক মজুরিভিত্তিক ক্যাজুয়াল শ্রমিক হওয়ার কারণে তাকে কোন ক্ষতিপূরণ দেবে না বিমান কর্তৃপক্ষ। যদিও ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার আন্দোলন চলমান। এ দুর্ঘটনার চিকিৎসার ব্যয়ভার মুখলেছকেই বহন করতে হবে।
×