ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে ঘোষণা

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শৈবাল হোটেল বেহাত হতে দেয়া হবে না

প্রকাশিত: ০৪:৪৮, ২১ জানুয়ারি ২০১৮

  বঙ্গবন্ধুর স্মৃতি  বিজড়িত শৈবাল হোটেল বেহাত হতে দেয়া হবে না

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ হোটেল শৈবালসহ কক্সবাজারের ইতিহাস ঐতিহ্যবাহী মাঠ ও ভূমি সম্পদ রক্ষার দাবিতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় কক্সবাজার নাগরিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের উন্নয়ন কর্মকা-ের স্বার্থে কক্সবাজারের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। বিশেষ করে অনেক ভূ-সম্পদ ছেড়ে দিয়েছে। এই কারণে অনেকে বাড়ি-ভিটা হারিয়ে নিস্বও হয়ে গেছে। বর্তমানে কক্সবাজারের ইতিহাসের অংশ ও সৌন্দর্যের বাহন শৈবাল হোটেলকে বিতর্কিত ‘ওরিয়ন গ্রুপ’র হাতে তুলে দেয়ার অপচেষ্টা চলছে। তথ্য মতে, পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনে কিছু দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা যোগসাজশ করে সরকারকে ভুল বুঝিয়ে অবৈধ আঁতাত করে নামমাত্র মূল্যে শৈবাল হোটেল ওরিয়ন গ্রুপের হাতে তুলে দিতে পাঁয়তারা করছে। ১৩০ একরের প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই সম্পদ মাত্র ৬০ কোটি টাকায় ৫০ বছরের জন্য লিজ দেয়ার একটি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করারও অপচেষ্টা চলছে। কক্সবাজারের লোকজনের অভিযোগ, শৈবাল হোটেল ও সাগরিকা রেস্টুরেন্ট কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজার আসলেই এই হোটেলের আতিথেয়তা গ্রহণ করতেন। সংবাদ সম্মেলনে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছার বলেন, ‘কক্সবাজারের পর্যটনের অমূল্য সম্পদ শৈবাল হোটেলটি কোনভাবে বেহাত হতে দেয়া হবে না। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। এই জন্য কক্সবাজারবাসীকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে।’
×