ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কমিউনিটি সেন্টারের প্রাচীর ভাংচুর

প্রকাশিত: ০৩:৪৫, ১৯ জানুয়ারি ২০১৮

পটিয়ায় কমিউনিটি সেন্টারের প্রাচীর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ জানুয়ারি ॥ পটিয়া পৌর সদরে গভীর রাতে ফিল্মি স্টাইলে একটি কমিউনিটি সেন্টারের সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে। বুধবার রাত অনুমান দুইটার দিকে গাজী কনভেনশন হলের উত্তর পাশের সীমানা প্রাচীর সম্পূর্ণ ভাংচুর করা হয়েছে। ২৫-৩০ সন্ত্রাসী লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে ভাংচুর ও তা-ব চালিয়েছে। ভাংচুর শেষে সন্ত্রাসীরা কমিউনিটি সেন্টারের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় প্রতিপক্ষ পার্শ্ববর্তী বিল্ডিংয়ের মালিক নুরুল আবছার উপস্থিত ছিলেন। সে পটিয়া পৌরসভার সুচক্রদ-ী গ্রামের মরহুম আহমদ শরীফের পুত্র। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পাশে পটিয়া পৌর সদরের খাসমহল রোড এলাকায় রয়েছে গাজী কনভেনশন হল। এটির মালিক শেয়ানপাড়া এলাকার আলহাজ গাজী নুরুচ্ছফার পরিবার। বেশ কিছুদিন ধরে কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী নুরুল আবছারের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী গ্রুপ ফিল্মি স্টাইলে সীমানা প্রাচীর ভাংচুর ও কমিউনিটি সেন্টারে তা-ব চালান। এব পর্যায়ে কমিউনিটি সেন্টারের পরিচালক গাজী মোঃ গিয়াসউদ্দিনকে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় দৌড়ে যায়। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
×