ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্ট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি

প্রকাশিত: ০৮:১৬, ১৭ জানুয়ারি ২০১৮

মোবাইল কোর্ট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী ১৩ ফেব্রুয়ারি একসঙ্গে সব বিষয়ের আপীল শুনানি শুরু হবে। আর ওই আপীলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে আপীল বিভাগ জানিয়েছে। এর ফলে আপাতত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোন আইনী বাধা থাকছে না বলে এ মামলার আইনজীবীরা জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপীল মঞ্জুর করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপীল বেঞ্জ মঙ্গলবার এ আদেশ দেয়। এদিকে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, শাস্তি হিসেবে জেল দিতে পারবে না, এমন অজুহাতে মোবাইল কোর্ট বন্ধ করে দেয়া হলে সমাজে আরও বিপর্যয় নেমে আসবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। রায়ের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মোবাইল কোর্টের কার্যক্রম চ্যালেঞ্জ করে তিনটি রিট হয়। তিনটি রিট একত্রে শুনানি করে মোবাইল কোর্টের কয়েকটি ধারাকে অসাংবিধানিক বলে রায় দেন হাইকোর্ট। এদিকে আপীল বিভাগে সরকারের দুটি দফতরের পক্ষ শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম।
×