ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুইয়ে- শ্রীলঙ্কা ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৫২, ১৭ জানুয়ারি ২০১৮

জিম্বাবুইয়ে- শ্রীলঙ্কা ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছে সোমবার। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে লড়াই করবে। এই ম্যাচটির আগে জিম্বাবুইয়ে একটি ম্যাচ খেলেও ফেলেছে। দলটি হেরেছে। স্বাগতিক বাংলাদেশের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। শ্রীলঙ্কা সিরিজের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। ম্যাচটিতে জিততে চায় দুই দলই। সেই চাওয়া স্বাভাবিকভাবেই আসার কথা। বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে বিপাকে আছে জিম্বাবুইয়ে। আজ হারলে সিরিজের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। আর শ্রীলঙ্কার জন্য এ ম্যাচটিতে জেতা অনেক গুরুত্বপূর্ণ। কারণ দলটি সেই গত বছর জুন-জুলাই থেকেই টানা হারের মধ্যে আছে। সিরিজে জিতলে প্রথম ম্যাচেই তাদের জেতা হবে। সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস মিলবে। এ সিরিজের আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ে দুই দল পরস্পরের বিপক্ষে গত বছর জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। শ্রীলঙ্কার মাটিতে হয়েছে সিরিজটি। সিরিজে শ্রীলঙ্কা ৩-২ ব্যবধানে হেরেছে। সেটিই জিম্বাবুইয়ের শেষ ওয়ানডে সিরিজ ছিল। শ্রীলঙ্কা এরপর কয়েকটি সিরিজ খেলেছে। প্রতিটিতেই হেরেছে। কিন্তু জিম্বাবুইয়ে নিজেদের সর্বশেষ সিরিজে জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষেই। তাই জিম্বাবুইয়ের আত্মবিশ্বাস আছে। অবশ্য ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ হারায় সেই আত্মবিশ্বাসে ঘাটতি থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশের মাটিতে শুক্রবার পা রেখেছে জিম্বাবুইয়ে। পরেরদিন একটি প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু দেরিতে আসায় সেই প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেনি। দুইদিন অনুশীলন করেই বাংলাদেশের বিপক্ষে খেলতে মাঠে নেমে পড়তে হয়েছে। প্রস্তুতি ম্যাচটি খেললে জিম্বাবুইয়ে হয়তো আরও ভাল খেলত। শ্রীলঙ্কা বাংলাদেশের মাটিতে পা রেখেছে শনিবার। জিম্বাবুইয়ের চেয়ে বেশি প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছে। তিনদিন প্রস্তুতি নিয়েছে শ্রীলঙ্কা। এই প্রস্তুতি শেষে আজ তাদের সিরিজের মিশন শুরু করার পালা। আজ যদি জিম্বাবুইয়ে হারে তাহলে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যাবে। আর যদি শ্রীলঙ্কা হারে তাহলেও বিপাকে পড়ে যেতে পারে। গত জুন-জুলাই থেকে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছে, টানা ১২ ম্যাচ হেরেছে। তাতে লঙ্কানদের অবস্থা বেগতিক বোঝাই যাচ্ছে। আত্মবিশ্বাসেও ঘাটতি থাকছে বোঝাই যাচ্ছে। এই দুর্বলতায় এখন জিম্বাবুইয়ে আঘাত করতে পারলে জয় তুলেও নিতে পারে। শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ে এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে খেলেছে। দুটি ম্যাচের রেজাল্ট হয়নি। বাকি ৫৩ ম্যাচের মধ্যে ৪৩টিতেই জিতেছে শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ে জিতেছে ১০ ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচেই জয়ের সুখস্মৃতি রয়েছে জিম্বাবুইয়ের। এখন বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ কিছু করতে পারে কিনা জিম্বাবুইয়ে, সেদিকেই সবার নজর থাকছে।
×