ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় ফসলি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার হিড়িক

প্রকাশিত: ০৪:১৫, ১৪ জানুয়ারি ২০১৮

বি’বাড়িয়ায় ফসলি  জমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার হিড়িক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ফসলি জমিতে ড্রেজার দিয়ে নির্বিচারে মাটি কাটার হিড়িক চলছে। মাসের পর মাস ধরে অবাধে মাটি কাটা হলে ও সবাই নিশ্চুপ। প্রভাবশালীদের ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। কৃষকদের কান্না করা ছাড়া আর কোন পথ নেই। গত তিন মাস ধরে চলছে সদর উপজেলার চারটি গ্রামের ফসলি জমি থেকে মাটি কাটার কাজ। জমিতে ড্রেজার বসিয়ে মাটির তলদেশ থেকে বালি উত্তোলন করায় আশ-পাশ জমি ভেঙ্গে জলাশয়ে পড়ে যাচ্ছে। এতে জমির অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে। সুলতানপুর ইউনিয়নের বিরামপুর, হালকাটা, শাহপুর, ছোট শাহপুর, সুলতানপুর (জাঙ্গাল) গ্রামের জমি থেকে মাটি কাটা চলছে। এলাকায় ভূমিদস্যুরা অবৈধভাবে ড্রেজারের দিয়ে ফসলি জমি হতে মাটিও বালি উত্তোলন করে বিক্রি করায় পার্শ্ববর্তী ফসলি কৃষি জমিগুলো ভেঙ্গে যাওয়ার পাশাপাশি অন্য জমিতে মিশে যাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই বছর ধরে অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোন কাজ হচ্ছে না। বিশেষ কারণে তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হয় না। এ সুযোগে বর্তমানে মাটি কাটার কাজ আরও বাড়ানো হয়েছে। কৃষি জমি ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার ভয়ে এলাকার গরিব কৃষকগণ আতঙ্কিত দিন যাপন করছে। এসব এলাকা জলাশয়ে পরিণত হয়ে যাবার ভয়ে নামমাত্র মূল্যে কৃষি জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এ সুযোগে যে ব্যক্তি মাত্র ৫০শতাংশ জমির মালিক, সে এখন সাত/আট একর জমির মলিক হয়েছে। কৃষি জমিগুলি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি ও বালি বিক্রি করে এলাকাকে হাওড়ে পরিণত করছে। জরুরী ভিত্তিতে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে বিরামপুর, হালকাটা, শাহপুর, ছোট শাহপুরসহ আশপাশের গ্রামগুলো ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে হাওড়ে পরিণত হবে।
×