ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব দিল ইকুয়েডর এ্যাসাঞ্জকে

প্রকাশিত: ০৮:২১, ১২ জানুয়ারি ২০১৮

নাগরিকত্ব দিল ইকুয়েডর এ্যাসাঞ্জকে

জনকণ্ঠ ডেস্ক ॥ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে নাগরিকত্ব দিয়েছে ইকুয়েডর। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এ খবর জানিয়েছেন। খবর এএফপির। ১২ ডিসেম্বর এ্যাসাঞ্জকে নাগরিকত্ব দেয়া হয় জানিয়ে এক সংবাদ সম্মেলনে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপিনোসা বলেন, যুক্তরাজ্যের সঙ্গে সংলাপে অন্যান্য সমাধানের পথ খুঁজছে ইকুয়েডর। আন্তর্জাতিক ও যুক্তরাজ্যের সহযোগিতা ছাড়া সবপক্ষের জন্য উপযুক্ত কোন সমাধান পাওয়া সম্ভব নয়। তার (এ্যাসাঞ্জ) জীবন ও সততা ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। হয়ত তা যুক্তরাজ্যের কাছ থেকে নয়, তৃতীয় কোন রাষ্ট্রের পক্ষ থেকে। তবে নাগরিকত্ব দেয়াতে কীভাবে এ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের গ্রেফতার এড়াবেন তা ব্যাখ্যা করেননি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, লন্ডন দূতাবাস ছাড়তে এ্যাসাঞ্জকে নিরাপত্তার নিশ্চয়তা পেতে হবে। সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন এ্যাসাঞ্জ। তবে ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
×