ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিশ্বজিতের মৃত্যুর ঘটনায় দুই পুলিশসহ ১২ জনের নামে হত্যা মামলা

প্রকাশিত: ০৬:০৩, ১২ জানুয়ারি ২০১৮

বিশ্বজিতের মৃত্যুর ঘটনায় দুই পুলিশসহ ১২ জনের নামে হত্যা মামলা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ জানুয়ারি ॥ শেরপুরে পুলিশ আটক করে ছাড়ার পর বিশ্বজিৎ সরকার নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় নালিতাবাড়ী থানার ওসি একেএম ফসিহুর রহমান, ২ উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান ও সুমন মিয়াসহ ১২ জনকে আসামি করে আদালতে একটি হামলা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী আমলী আদালতে নিহতের ভাই নিত্যানন্দ সরকার সুব্রত বাদী হয়ে মামলাটি দায়ের করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার মামলাটি আমলে নিয়ে পিবিআই ময়মনসিংহকে (পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন) আগামী ২৮ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার কমিশন, ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু আদালতে নালিতাবাড়ী থানার ওসি, এসআইসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পিবিআই ময়মনসিংহকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
×