ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনেই স্বাধীনতার পূর্ণতা এসেছিল ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:৫৯, ১১ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনেই  স্বাধীনতার পূর্ণতা  এসেছিল ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তিনি অতিদ্রুত সময়ে জাতিকে সংবিধান উপহার দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্রের রূপকল্প প্রদান করেন। ১৬ ডিসেম্বর দেশ হানাদারমুক্ত হলেও হাহাকার ছিল বঙ্গবন্ধু কখন মৃত্যুকূপ থেকে ফিরে আসবেন। দেশে আসার পথে ভারতে যাত্রাবিরতিকালে তিনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে স্বাধীন বাংলাদেশের ভূখ- থেকে ভারতীয় মিত্রবাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি আদায় করেছিলেন। বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মেয়র নাছির বলেন, ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আমার মুক্ত স্বাধীন দেশ থেকে মিত্র বাহিনীর অংশীদার ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের কখন ফিরিয়ে নেবেন। প্রশ্নোত্তরে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন, আপনার শুভ জন্মদিনেই ভারতীয় সেনাবাহিনীকে আমি প্রত্যাহার করে নেব। একইসঙ্গে তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সহযোগিতা করে যাওয়ার আশ্বাসও দেন। বঙ্গবন্ধু এই আশ্বাস পেয়ে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিকে প্রতিষ্ঠিত করার প্রেরণা খুঁজে পান। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতি উৎকণ্ঠিত ছিল বঙ্গবন্ধু সশরীরে তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশে ফিরবেন কিনা।
×