ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে আবারও জেলে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৬:৩৫, ৯ জানুয়ারি ২০১৮

সুন্দরবনে আবারও জেলে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে ২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার ভোর ৪টার দিকে আরও ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ছোট্ট বাহিনী। অপহৃতদের মধ্যে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে আশরাফুল, ইসমাইল খানের ছেলে মনির ও রুহুল পহলানের ছেলে ইসরাফিলের নাম জানা গেছে। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাঁকড়ামারি ও তাম্বলবুনিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এর আগেরদিন রবিবার ভোর ৫টার দিকে একই রেঞ্জের আড়ুয়াবয়া এলাকা থেকে সুমন আকন ও সেলিম ফকির নামের দুই জেলেকে অপহরণ করে ওই দস্যু বাহিনী। এনিয়ে গত দু’দিনে ৭ জেলে অপহরণের ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার উত্তর রাজাপুর এলাকার জেলেরা মৎস্য আহরণ করে লোকালয়ে ফেরার পথে বনের কাঁকড়ামারি ও তাম্বলবুনিয়া এলাকায় পৌঁছলে বনদস্যু ছোট্ট বাহিনীর সদস্যরা জেলেদের নৌকায় হানা দেয়। প্রথমে দস্যুরা নৌকায় উঠে জেলেদের মারধর করে আহরিত মাছ লুট করে তাদের ট্রলারে তোলে। এর পর তারা পাঁচ নৌকা থেকে একজন করে ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এ সময় দস্যুরা পাঁচ নৌকা থেকে প্রায় তিন লাখ টাকা মাছ লুট করে বলে ফিরে আসা জেলেদের সূত্রে জানা গেছে।
×