ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৩:৫৮, ৭ জানুয়ারি ২০১৮

সাগরে ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৬ জানুয়ারি ॥ বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এফবি তরিকুল নামে একটি মাছধরা ট্রলারের জেলেদের মারপিট করে জলদস্যু হাসান বাহিনী একটি মাছধরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে সোনারচর এলাকার দক্ষিণ দিকে এই অপহরণের ঘটনা ঘটে। শনিবার বিকেলে অপহৃত জেলেদের পরিবারের লোকজন এবং জেলা ট্রলার মালিক পক্ষ থেকে বিষয়টি জানান হয়। অপহৃত জেলেরা হলেন- কামাল হোসেন, রাসেল মিয়া, মিজান মিয়া, ফোরকান মিয়া, জামাল হোসেন এবং আরও কয়েক জনের নাম জানা যায়নি। তাদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী গ্রাম এলাকায়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শুক্রবার ভোরে সোনারচর এলাকায় এফবি তরিকুল নামের ট্রলারের জেলেরা মাছ শিকার করার সময় দস্যু হাসান বাহিনী একটি মাছধরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। পরে হাসান বাহিনীর প্রধান হাসান ০১৮৬৭৯৬৪৩১৮ নম্বর থেকে মোবাইল করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিস্তা পারে বিজিবির কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তার পারের হতদরিদ্র পাঁচ শতাধিক শীতার্তের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছে ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংশ্বের গোয়িং বাঁধে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিজিবির উত্তর পশ্চিমের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় নীলফামারী ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মাহফুজ-উল বারী, ডিমলা থানার হাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খানসহ ইউপি সদস্যগণ।
×