ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

৯ কর্মী আহত

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, গুলি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০৫:২৯, ৫ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, গুলি ককটেল বিস্ফোরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তার নিয়ে দেশের বিভিন্ন স্থানে গুলি, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কমপক্ষে নয়জন ছাত্রলীগকর্মী আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট এমসি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়। আহত আক্তার ও পাভেলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ওই দিন দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাইদ আহমেদ ও নাজমুল সামির নামের দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়। আহত সাইদ আহমেদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় ছাত্রলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় হট্টগোল বাধে। এতে চারজন আহত হয়। একই অনুষ্ঠানে সংবাদকর্মীদের কাজে বাধাদানের ঘটনা ঘটে। বরিশালেও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারধর, মোটরসাইকেল ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে সকাল সাড়ে ১১টায় টিলাগড়স্থ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি করে। সংশ্লিষ্ট সূত্র জানায় দুই দফায় ধাওয়া ধাওয়ী হলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি মহানগর আওয়ামী লীগ নেতা সিটি কাউন্সিলর আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। ফলে তারা টিলাগড় পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। জানা যায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালি বের করে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এ সময় দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাইরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাধায় তারা ক্যাম্পাসে প্রবেশ না করেই চলে যায়। কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার এমসি কলেজে প্রবেশের চেষ্টা করলে ক্যাম্পাসের ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিলাগড় পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। দুই দফায় ধাওয়া ধাওয়ীর সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। এ ছাড়া উভয়পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সামনের সারিতে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি থেকে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় সাইদ আহমেদ ও নাজমুল সামির নামের দুই ছাত্রলীগ কর্মী। গুরুতর আহত সাইদ আহমেদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে ছাত্রলীগের সিক্সটিনাইন গ্রুপ প্রতিপক্ষ ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী হলের ভেতর নিয়ে যায়। এরপর ভিএক্স গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। পরে দুপুর দেড়টার দিকে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এলে তাদেরকে রামদা নিয়ে ধাওয়া করে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। বরিশাল ॥ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টায় সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের বাসা সংলগ্ন নগরীর নুরিয়া স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের এক অনুসারীকে মারধর করে এবং কয়েকটি মোটরসাইকেল ও চেয়ার ভাংচুরের পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক ফেলে দিয়ে নষ্ট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহানগর ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম কানন জানান, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ঘনিষ্ঠজন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রইচ আহমেদ মান্নার নেতৃত্বে তার সহযোগীরা অনুষ্ঠান স্থলে হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেল ও চেয়ার-টেবিল ভাংচুর করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক ফেলে দিয়ে নষ্ট করে। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানকে মারধর করে আহত করে। হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ মান্না। ঠাকুরগাঁও ॥ ছাত্রলীগের ৭০ বছর পর্দাপণ অনুষ্ঠানে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা হট্টগোল হয়েছে। দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীরা হট্টগোলের ছবি তুলতে গেলে তাদের বাধা প্রদানসহ লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি দাবি করেছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সামান্য কথাকাটি ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় কোন সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয়। মির্জাপুর ॥ মির্জাপুরে ছাত্রলীগ দুইভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুরে নৌকার বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। এক গ্রুপ মির্জাপুর কলেজ মিলনায়তনে এবং অন্য গ্রুপ মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উভয়গ্রুপের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাউফল ॥ পুলিশ প্রহরায় বাউফলে পৃথকভাবে ছাত্রলীগের দুই গ্রুপ ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর সমর্থিত ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান এর নেতৃত্বে কুন্টপুট্টি দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়।
×