ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মন্ট্রিয়লে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:২৩, ২ জানুয়ারি ২০১৮

মন্ট্রিয়লে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি মহান বিজয় দিবস পালন করেছে কানাডার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ল। এ্যাসোসিয়েশনের প্রচলন অনুযায়ী প্রাণবন্ত অনুষ্ঠানে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের সম্মানে কবিতা আবৃত্তি, নৃত্য ও স্বাধীনতার গানসহ নানা আয়োজনে সাজানো ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। স্থানীয় পার্কভিউ হলে বিপুল প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিল্পী মাহবুব ভুঁইয়ার একাত্তরের জনপ্রিয় গান পরিবেশন প্রাণবন্ত করে তোলে গোটা আয়োজন। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদের পরিচালনা এবং নাজনীন নিশার উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন তিতলি বড়ুয়া, সাফিনা করিম ও কামরুজ্জামানসহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন তৌফিকুর রহমান রাঙ্গা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। -বিজ্ঞপ্তি
×