ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১০ দিনেও জ্ঞানফেরেনি আহত কৃষকের

প্রকাশিত: ০৬:২২, ১ জানুয়ারি ২০১৮

১০ দিনেও জ্ঞানফেরেনি আহত কৃষকের

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পূর্ব শক্রতার জের ধরে বদিউজ্জামান (৬৫) নামে এক কৃষককে পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা কালিগঞ্জ এলাকার এই ঘটনায় ওই কৃষক আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রবিবার পর্যন্ত ঘটনার ১০ দিনও ওই কৃষকর জ্ঞান ফেরেনি। এ ঘটনায় ওই কৃষকের ছেলে বাহারুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করেছে। জানা যায়, ২২ ডিসেম্বর রাত ৯টার সময় বদিউজ্জামান কালীগঞ্জ বাজার হতে বাড়ি ফিরছিল। পথে হারুন-অর-রশিদসহ অজ্ঞাত ২/৩ মুখোশধারী তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দিলে ভুড়ি বের হয়ে যায়। হামলাকারী হারুন-অর-রশিদ এ জেলার ডোমার উপজেলার আমবাড়ী গ্রামের মৃত দারিয়া মাহমুদের ছেলে। সে কালীগঞ্জ বাজারের বিভিন্ন হোটেলে শ্রমিকের কাজ করত। কৃষক বদিউজ্জামানের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ওই কৃষককে প্রথমে ডিমলা হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
×