ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী নির্যাতিত

প্রকাশিত: ০৪:০৪, ২৯ ডিসেম্বর ২০১৭

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী নির্যাতিত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ ডিসেম্বর ॥ বুড়িমারী সীমান্তে বিএসএফের নির্যাতনে আজম আলী (২২) গুরুতর আহত হয়েছে। সে বিএসএফের হাত থেকে ছুটে পালিয়ে এসেছে। অপর বাংলাদেশী আব্দুল লতিফকে বিএসএফ ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮৪৩ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার একই সীমান্তে রশিদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ বেয়নেট, বুট ও লাঠি দিয়ে নির্মম নির্যাতন করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গরু পারাপারকারী রাখালরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। একই কায়দায় আজম আলী ও আব্দুল লতিফকেও বিএসএফ বৃহস্পতিবার নির্যাতন করে। আহত আজম আলী পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পুলিশ ও বিজিবির হাতে গ্রেফতারের হাত থেকে রেহাই পেতে আত্মগোপন করেছেন বলে জানা গেছে। অপরদিকে নওগাঁর আত্রাই উপজেলার রফিকুল ইসলামের ছেলে আব্দুল লতিফ (৩৫) ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পে আটক রয়েছেন। তাকে চ্যাংরাবান্ধা বিএসএফ ধরে নিয়ে গেছে।
×