ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

আরামবাগ-ফরাশগঞ্জের নাটকীয় ড্র

প্রকাশিত: ০৮:১৩, ২৮ ডিসেম্বর ২০১৭

আরামবাগ-ফরাশগঞ্জের নাটকীয় ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ এর চেয়ে নাটকীয়তা বোধকরি আর হতে পারে না। পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেও নির্ধারিত সময়ে গোল পায়নি আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে অবিশ্বাস্য নাটকীয়তার জন্ম দেয় আরামবাগ ও ফরাশগঞ্জ স্পোটিং। বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ১৯তম রাউন্ডের ম্যাচে দু’দলই গোল করে অতিরিক্ত সময়ে। তাতে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) পেনাল্টি পায় আরামবাগ। বুকোলা ওলালেকাউকে ডি বক্সের মধ্যে ফরাশগঞ্জের বদলি ডিফেন্ডার মোহাম্মদ ইমন ফেলে দিলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড বুকোলা (১-০)। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি ফরাশগঞ্জের ফুটবলাররা। যে কারণে পেনাল্টির সিদ্ধান্তের পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। নাটকীয়তার তখনও শেষ হয়নি। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯৫ মিনিট) অভাবনীয় গোলে সমতা ফেরায় ফরাশগঞ্জ। প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা শট নেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার জসিম উদ্দিন সুজন। তার শট বারপোস্টে লেগে জালে আশ্রয় নেয় (১-১)।
×