ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সৈয়দ রশিদ আলম

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বাড়ছে ছিনতাই!

প্রকাশিত: ০৫:২০, ২৮ ডিসেম্বর ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বাড়ছে ছিনতাই!

ঢাকা শহরে যতগুলো সমস্যা দিন দিন দীর্ঘস্থায়ী হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে ছিনতাই। এই ছিনতাইকারীদের হাতে ৬ মাসের শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়াও সব শ্রেণীর নাগরিক হত্যার শিকার হয়েছেন। ঢাকার এমন কোন স্থান নেই যেখানে ছিনতাইকারীদের রাজত্ব নেই। যদিও পুলিশ-এর টহল অব্যাহত আছে। তারপরও দেখা যাচ্ছে কোনভাবে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মায়ের কোলে থাকা ৬ মাসের শিশুকেও ছিনতাইকারীর কাছে জীবন দিতে হয়েছে। কিন্তু প্রতিকার এখন পর্যন্ত পাওয়া যায়নি। একাধিক ছিনতাইর শিকার ব্যক্তির বক্তব্য থেকে ফুটে উঠেছে যে, স্থানীয় থানা পুলিশ ছিনতাইয়ের মামলা থানায় লিপিবদ্ধ করতে চান না। তারা চান না, তাদের থানার নামে অভিযোগ দীর্ঘতর হোক। যে কারণে তারা মামলা নিতে অনিচ্ছুক। ঢাকার মিরপুরের মাজার রোডের দিয়াবাড়ী থেকে গড়ান চটবাড়ী পর্যন্ত সকাল থেকে সন্ধ্যায় এমন কোন সময় নেই যখন ছিনতাই না হচ্ছে। মিরপুর জাতীয় উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে ছিনতাইয়ের ঘটনা প্রতিদিন ঘটছে, কিন্তু কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। টহল পুলিশকে বিষয়টি জানালে তারা ব্যাপারটিকে খুব একটি গুরুত্ব দিতে রাজি নন। মিরপুর-১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, পল্লবী, রূপনগর, মনিপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়াসহ পুরো মিরপুর ছিনতাইকারীদের রামরাজত্ব চলছে। প্রতিকার কিছুই মিলছে না, এর শেষ কোথায়? এই উত্তর কারোর কাছে নেই। যদি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের এই বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয় তাহলে আমরা বিশ্বাস করি সমাধান কিছুটা হলেও পাওয়া যাবে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যদি আন্তরিকতা না দেখান তাহলে এই সমস্যাটা খুব একটা সহজেই সমাধান হবে না। ঢাকার সদরঘাটে আপনি লঞ্চে উঠে দক্ষিণাঞ্চলে যাবেন সেখানে দেখবেন আপনাকে স্বাগত জানানোর জন্য ছিনতাইকারী অপেক্ষা করছে। একটু দূরে দেখবেন আইন প্রয়োগকারী সদস্যরা মনের সুখে ধুমপান করছেন। এই বিষয়ে তাদের কোন নজর নেই। পকেটে কিছু বকশিশ পড়লেই কে ছিনতাইকারী, কে ছিনতাইকারীর শিকার সেটা দেখার আর থাকে কি কোন আগ্রহ। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিনতাই প্রতিরোধে ঢাকা শহরের যেসব জায়গায় বেশি ছিনতাই হচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরার আওতায় আনবে এবং যে সময়গুলোতে ছিনতাই হয় অর্থাৎ ভোরবেলা ও রাত্রিবেলায় পুলিশের টহলদারি দিগুণ করবে। তাহলে আশা করা যায় ছিনতাইকারীদের রাজত্ব অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। মিরপুর, ঢাকা থেকে
×