ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৫ ডিসেম্বর ॥ রায়পুর-লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের বিরুদ্ধে। এ বিষয়ে সদর উপজেলার হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল এলাকাবাসীর পক্ষে বাদী হয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অনুলিপির মাধ্যমে অবহিত করা হয়েছে। অভিযোগে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যাদেশ অনুযায়ী কাজ করছে না। এতে রাস্তার দু’পাশে এব মিটার করে দুই মিটার প্রশস্তকরণ, ৪০ মিটার ডিমা বক্স কাটিং এবং মাটিভরাট, সাব বেইসে ৩০ শতাংশ বালি, ৭০ শতাংশ খোয়া, মেকাডমে বালি ও খোয়া এবং পাথরের মেকাডমে আট ইঞ্চিতে ২০ শতাংশ বালি ও ৮০ শতাংশ পাথর ব্যবহারের কথা থাকলে কোন কিছুই নিয়মানুযায়ী বাস্তবায়ন করা হচ্ছেনা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে সরকারের টেকসই উন্নয়ন নীতি ব্যাহত এবং জনগণের সঙ্গে প্রতারণা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। জনগণের উন্নয়নের অধিকার রক্ষায় এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাদী সামছুল আলম বাবুল ও এলাকাবাসী। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে বারবার চেষ্টা করেও তার মতামত পাওয়া যায়নি। তবে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে তার যোগসাজশে কাজের অনিয়ম করা হচ্ছে বলে বাদী এবং এলাকাবাসীর অভিযোগ। ইতোপূর্বেও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলীর আরও অনেক অনিয়মের রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত প্রায় ৪৫ কি.মি. পর্যন্ত সড়কের দু’পাশে তিন ফুট করে ছয়ফুট সম্প্রসারণসহ পুরো সড়কটির মেরামতের জন্য ৯২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে সরকার। সম্প্রতি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিধ্বস্ত সড়ক পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সড়কটি মেরামতে কোন অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে জনগণকে তাদের উক্ত কাজ পাহারা দেয়ার পরামর্শ দেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন।
×