ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আর কোনদিন যেন রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে ॥ ইনু

প্রকাশিত: ০৭:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৭

আর কোনদিন যেন রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে যেন আর কোনদিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে এ জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যক্তিকে সতর্ক থাকতে হবে। শুক্রবার সকালে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতি প্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত ধর্মের নামে জনগণের মধ্যে ভাগাভাগি, রক্তারক্তি, খুনাখুনি, অশান্তির যে রাজনীতি করছে তা শুধু বর্জন না, সমূলে উৎপাটন করতে হবে। এর আগে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোটের নেতৃৃবৃন্দ শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ শাজাহান সিরাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শ্রমিক-গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ দমন করে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা, যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জাতীয় রাজনৈতিক সংগ্রামের মধ্যেই শ্রমিক-গরিবের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও এগিয়ে নিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
×