ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে প্রহরীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:০৬, ২২ ডিসেম্বর ২০১৭

জামালপুরে প্রহরীকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২১ ডিসেম্বর ॥ মেলান্দহ উপজেলার বীর হাতীজা গ্রামে জেকি ব্রিকস নামের একটি ইটভাঁটির নৈশপ্রহরী ঈমান আলী (১৮) বুধবার রাতে খুন হয়েছেন। ঈমান আলী ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে। জানা গেছে, ওই ইটভাঁটির শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে ছাপরা টিনশেড ঘরে রক্তাক্ত অবস্থায় ঈমান আলীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। ইসলামপুর ও মেলান্দহ থানা পুলিশ যৌথভাবে নিহত ঈমান আলীর গলাকাটা ও হাতের কবজির রগকাটা রক্তমাখা লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ মেলান্দহ উপজেলার রুকনাই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজুসহ পাঁচজনকে আটক করেছে। লোহাগাড়ায় কৃষক নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে। ওই কৃষকের নাম মোজাম্মেল (৩৫)। তিনি ওই উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানি গ্রামের মৃত মফজল রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাহাড়ের বড় হাতিয়ার কুমিরা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। জানা গেছে, লোহাগাড়া উপজেলার মৃত মফজল রহমানের ছেলে মোজাম্মেল প্রতিদিনের মতো পাহাড়ের বড় হাতিয়ায় ফসলের ক্ষেত এবং গাছের বাগান দেখতে যান। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কৃষক মোজাম্মেলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারী হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজারে আসামি স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, সদরের পিএমখালীতে পুলিশের ভয়ে পালানো নেজামুল হক নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিএমখালী ইউপির গোলারপাড়ার মোস্তাক আহামদের পুত্র। নিহতের পুত্র শুভ জানায়, পুলিশের একটি দল তাদের বাড়িতে অভিযানে গেলে তার বাবা নেজামুল হক (৬০) মামলার আসামি হওয়ায় পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে তার স্বজনরা দেখতে পায় বাড়ির অদূরে ধানক্ষেতে নেজামুলকে পেটাচ্ছে কয়েকজন। স্বজনরা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। শুভর অভিযোগ আত্মীয় লেয়াকত ও রাসেলদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের মামলার আসামি ছিল নিহত নেজামুল হক। পরোয়ানা নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। পুলিশের অভিযানকে কৌশল হিসেবে ব্যবহার করে লেয়াকতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নেজামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। কুষ্টিয়ায় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে খুন হয়েছেন আব্দুল গফুর (৫০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জেলার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, জমি ভাগাভাগিকে কেন্দ্র করে নিহত আব্দুল গফুরের ভাই, ভাইয়ের ছেলে এবং নিজের ছেলেদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দিলেও বুধবার বিকেলে এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে ভাই-ভাতিজারা আব্দুল গফুরকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাতেই কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ফরিদপুরে তরুণী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, এক অজ্ঞাত তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরতলির কৈজুরী ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়া এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জানান, গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২২ বছর বয়সী তরুণীর লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়।
×