ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের হান্নানসহ ৮ রাজাকারের বিরুদ্ধে শুনানি ১৬ জানুয়ারি

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৭

ময়মনসিংহের হান্নানসহ ৮ রাজাকারের বিরুদ্ধে শুনানি ১৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের তৎকালীন জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদসহ ৮ রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনের মতো ৬ অভিযোগ শুনানির জন্য ১৬ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে যশোরের মণিরামপুর থানার রাজাকার কমান্ডার সিদ্দিকুর রহমান গাজীর বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউটর রিজিয়া সুলতানা বেগম চমন জনকণ্ঠকে বলেন, ময়মনসিংহের শান্তি কমিটির সাধারণ সম্পাদক এমএ হান্নানসহ ৮ রাজাকারের বিরুদ্ধে সোমবার চার্জ হেয়ারিংয়ের জন্য দিন ছিল। এ সময় আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই ওই দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে যশোরের মণিরামপুর থানার রাজাকার কমান্ডার সিদ্দিকুর রহমান গাজীর বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ট্রাইব্যুনালের নিকট তিন মাসের সময় চেয়েছিলাম। আমাদের সময়ের আবেদনে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে। ময়মনসিংহের ৯ রাজাকারের মধ্যে আটক আছেন ময়মনসিংহের সাবেক মুসলিম লীগ নেতা ও বর্তমানে জাতীয় পার্টির ত্রিশাল-৭ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, তার ছেলে রফিক সাজ্জাদ, জামায়াতের সদস্য, চিকিৎসক খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান, সাবেক জামায়াত কর্মী হরমুজ আলী। পলাতক রয়েছেন একই জেলার জামায়াত কর্মী ফখরুজ্জামান, মুসলিম লীগ সমর্থক আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রাব্বানী।
×