ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৬:০৭, ১৯ ডিসেম্বর ২০১৭

পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ডিসেম্বর ॥ পূর্ব শত্রুতার জের ধরে সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে রবিবার গভীর রাতে সোহেল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এই ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জেরে সোহেলের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষের প্রতিক্রিয়ায় সোমবার সকালে পুকুরের মাগুর, কৈ, শিং, কাতল, মৃগেল, মিনারকার্প, কার্পুসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ ব্যাপারে সোহেল মিয়া জানান, তিন মাস আগে তার ভগ্নিপতি একই এলাকার জামাল উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা প্রত্যাহারের জন্য আসামি লাল মিয়া, মাজু মিয়া ও সোহাগ মিয়া নিহতের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।
×