ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পার্বতীপুর হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৪:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৭

পার্বতীপুর হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১৫ ডিসেম্বর ॥ ১৪ ডিসেম্বর ভোর ৪টার দিকে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ হামলায় পাকসেনা, রাজাকার ও অবাঙালীরা বিশেষ ট্রেনযোগে পার্বতীপুর ত্যাগ করে সৈয়দপুরের দিকে পালিয়ে যেতে থাকে। ট্রেনে স্থান না পেয়ে অনেকেই রেললাইন ধরে দল বেঁধে রওয়ানা হয়। সেই মুহূর্ত থেকে এই জনপদ হানাদারমুক্ত হয় । ১৫ ডিসেম্বর রাত ১২টার পরে মুক্তিযোদ্ধারা মুক্তিকামী হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে পার্বতীপুর শহরে প্রবেশ করতে থাকে। পরের দিন ১৬ ডিসেম্বর দুপুর পর্যন্ত এই শহর পরিণত হয় জনসমুদ্রে। তখন জয়বাংলা শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারিদিক। আকাশের দিকে রাইফেলের ফাঁকা ফায়ারে কানপাতা যায় না। শহরের ঘরবাড়ী, দোকানপাটে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা। মুক্তিযুদ্ধের নয় মাস এই জনপদে যে গণহত্যা হয়েছে তা মুক্তিযুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।
×