ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর রাইডার্স

প্রকাশিত: ০৩:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৭

রংপুর রাইডার্স

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘গেইল শো’তে উদ্ভাসিত ফাইনালে ঢাকা ডাইনামাইটসকে ৫৭ রানে পরাজিত করে প্রথম বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। নিম্ন চাপজনিত কারণে বিরূপ আবহাওয়া ও বৃষ্টি ফাইনালের প্রথম দিনটিতে বিঘ্ন সৃষ্টি করলে খেলা গড়িয়ে যায় দ্বিতীয় দিনে। জমে ওঠে দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এবং সাকিব আল হাসানের লড়াই। আর দ্বিতীয় দিনেই জ্বলে ওঠেন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে সুখ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার ভয়ঙ্কর সুন্দর তা-বসদৃশ ব্যাটিংয়ে অপরাজিত ১৪৬ রানসহ এক উইকেটে ২০৬ রান করে মাশরাফির দল। টি-২০-এর জন্য যথেষ্ট ভাল রান বৈকি। জবাবে ২০ ওভারে নয় উইকেটে ১৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা ডাইনামাইটস। উল্লসিত হয়ে ওঠে রংপুর। প্রকৃতপক্ষে বিপিএল ফাইনালের স্টেডিয়াম আলোকিত হলো ক্রিস গেইলের আলোতেই। একেই কি বলে ক্রিকেটের অপার সৌন্দর্য ও মহিমা! বাংলাদেশের অগণিত দর্শক একটি চমৎকার ও জমজমাট ফাইনাল উপভোগ করতে পারলেন নিঃসন্দেহে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির কাছে পরাজয় মেনে নিলেন নতুন অধিনায়ক বর্তমান ক্রিকেট বিশ্বের বেস্ট অল রাউন্ডার সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে অভিনন্দন। তবে বিপিএলে এবার অতিরিক্ত বিদেশী খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটা সত্য যে, অভিজ্ঞতা বিনিময় ও সঞ্চয়ের জন্য বিদেশী খেলোয়াড়ের বিকল্প নেই। তবে এর পাশাপাশি দেশীয় খেলোয়াড়দের প্রশিক্ষণসহ পরিচর্যা, পৃষ্ঠপোষকতা জরুরী ও অত্যাবশ্যক। তা না হলে দেশীয় তথা জাতীয় ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত ও ব্যাহত হবে। অন্যদিকে বিপিএল নিয়ে এবার ব্যাপকহারে বাজি তথা জুয়ার অভিযোগও আছে। বাজি তথা জুয়া খেলার অভিযোগ শুধু বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন স্থানেই নয়, এমনকি ভারতেও বেশ কয়েক ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেফতারের খবর পাওয়া গেছে। রাজধানীর বাড্ডায় বিপিএল খেলা নিয়ে বাজিতে বাধা দেয়ায় তরুণ নাসিম আহমেদের খুন হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। নিহত নাসিম ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছিলেন তিনি। বখাটেরা নাসিমের বাবাকেও হেনস্থা করতে ছাড়েনি। ক্রিকেট, ফুটবলসহ যে কোন খেলায় জয়-পরাজয়সহ উত্তেজনা, হৈ-হুল্লোড় বাদানুবাদ, তর্ক-বিতর্ক থাকবেই। তাই বলে কথায় কথায় বাজি ধরা, জুয়া খেলা ইত্যাদি প্রত্যাশিত নয় কোন অবস্থাতেই। তাই বলে বাজি, জুয়া ইত্যাদি যে বন্ধ থাকেনি বাড্ডার খুনোখুনী এরই জ্বলন্ত প্রমাণ। বিপিএল নিয়ে বাজির খবর ছিল দেশজুড়েই। তবে উত্তেজনা কোন্ পর্যায়ে উঠলে মানুষ জিঘাংসাপ্রবণ হয়ে হত্যায় মেতে ওঠে তা ভাবলেও শিউরে উঠতে হয়। এ থেকে দেশের বর্তমান সামাজিক অব্যবস্থা, অরাজকতা, অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়, মস্তানি ও পেশীশক্তির উত্থান, বেপরোয়া মনোভাব ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা মেলে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও এর প্রচ্ছন্ন কারণ হতে পারে। বিলম্বিত বিচার এবং আদৌ বিচার না হওয়ার অপসংস্কৃতিও কম দায়ী নয় কোন অংশে। আগামীতে এসব বন্ধের পাশাপাশি আমরা প্রতিভাবান তরুণ নাসিম আহমেদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করি।
×