ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৩:৫৯, ৮ ডিসেম্বর ২০১৭

ফিরে দেখা

লাউয়াছড়ায় বানরের লাফালাফি শরীফুল ইসলাম ॥ ১ অক্টোবর বিকেল সাড়ে ৫টা। শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেই দেখি একদল বানর এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যাচ্ছে। একটু সামনে অগ্রসর হতেই দেখি হঠাৎ একটি বানর লাফ দিয়ে একদল পর্যটকের সামনে এসে পড়ে। এ সময় এক মধ্যবয়সী নারী ভয়ে চিৎকার করতে থাকেন। তখন দ্রুত জাতীয় উদ্যানে কর্মরত এক নিরাপত্তা কর্মী এসে ওই নারীকে সান্তনা দিয়ে বলতে থাকেন- ভয় নেই, এই বানর মানুষের ক্ষতি করে না। গাছে লাফালাফি করতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছে। আরেকটু সামনে গিয়ে দেখতে পাই বাঁশঝাড়ে অনেক বানর লাফালাফি করছে। তবে কেউ খাবার হাতে নিয়ে ডাকলে কাছে এসে তা নিয়ে যাচ্ছে। চুরি বিদ্যা শাহীন রহমান ॥ কথায় বলে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না পড়ে। ধরা পড়লে যে উত্তম-মধ্যমের শিকার হতে হয় তা কমই মনে রাখে চোরেরা। তাই কখনও কখনও চুরি করতে গিয়ে ধরা খেলে গণধোলায়ের শিকার হয়। মঙ্গলবার অফিস থেকে বাসায় ফিরছি। ব্যক্তিগত কাজে বাস থেকে নামতে হলো কল্যাণপুরে। শ্যামলী বাস কাউন্টারের সামনে দেখি জটলা। সবাই মিলে একজনকে উত্তম-মধ্যম দিচ্ছে। কাউন্টারে অপেক্ষমাণ এক বাস যাত্রীর মোবাইল চুরির অপরাধে তার এই শান্তি। মোবাইল নিয়ে পালিয়ে গেলে হয়তো শাস্তির হাত থেকে রক্ষা পেত। কিন্তু লোভ সামলানো বড় দায়। কাছে গিয়ে বিস্তারিত যা জানলাম তাতে কিছুটা অবাক হলাম তার চুরি বিদ্যার কাহিনী শুনে। চোরটি এক মহিলার যাত্রীর মোবাইল চুরি করে প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর তার মনে হয়েছে এখন আর কেউ তাকে ধরতে পারবে না। তাই চুরি করা মোবাইলটি অন্য সহকর্মীর হাতে দিয়ে দ্বিতীয়বার চুরির ফন্দি আটছিল। কিন্তু চুরির শিকার মহিলাটি তার গতিবিধি লক্ষ্য করছিল। সে খেয়াল করল চোরটি কিছদূর যাওয়ার পর আবার ফিরে এসেছে। পড়বি পড় তো মালির ঘাড়ে। এবার সঙ্গে সঙ্গে ধরা খেল চোরটি। মার দেয়ার লোকে অভাব হলো না। শব্দে সমস্যা সোফিয়ার রহিম শেখ ॥ সোফিয়া। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার একজন রোবট। মাত্র ক’দিন আগেই পৃথিবীতে প্রথম রোবট হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন। গত সপ্তাহে জনসম্মুখে এসেই বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এ রোবট নাগরিক। ঝটিকা সফরে বুধবার এসেছিলেন বাংলাদেশে। বাঙালী মেয়ের পোশাকে যোগ দিয়েছিলেন তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের একটি অনুষ্ঠানে। ওই দিন দুপুরে যখন সোফিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন তখন হলের ভেতরে উপচে পড়া ভিড় ছিল। এ রোবট মানবিকে এক পলক দেখতে হাজারখানেক দর্শক তখনও বাইরে অপেক্ষায়। এক পর্যায়ে দর্শকদের সামনে এসে উচ্চঃস্বরের চিৎকারে রীতিমতো সমস্যায় পড়েন রোবট সোফিয়া। প্রচন্ড- হৈচৈয়ের মধ্যে সঞ্চালকরা ওই সময় দর্শকদের উদ্দেশে বলতে থাকেন আপনাদের শব্দে সোফিয়ার সমস্যা হচ্ছে, সে এত শব্দে সাড়া দিতে সমস্যায় পড়বে।
×