ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাঙলা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

প্রকাশিত: ০৯:০২, ৭ ডিসেম্বর ২০১৭

বাঙলা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ এক ছাত্রকে টয়লেটে আটকে রেখে পরীক্ষায় অংশ নিতে না দেয়ার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে রাজধানীর সরকারী বাঙলা কলেজের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্ররা বুধবার সকালে অধ্যক্ষেরও অপসারণ দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে কলেজের সামনে দারুস সালাম সড়ক অবরোধ করে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমাম হোসেন বলেন, একাদশ শ্রেণীর একটি ষান্মাষিক পরীক্ষার সময় হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষকের সঙ্গে ওই ছেলেটির ঝামেলা হয়। এর জের ধরে ওই ছাত্রকে বাথরুমে আটকে রাখার খবর আমরা পেয়েছি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষককে ডেকে নিয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করেন। এরপর মন্ত্রণালয়ে আমরা চিঠিও পাঠিয়েছি। মন্ত্রণালয় যে পদক্ষেপ নেবে তাই বাস্তবায়ন করা হবে। আন্দোলনকারীদের অধ্যক্ষের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষক কোন অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার দায় কেন আমার ওপরে আসবে? আমি তো ইতোমধ্যে তার শাস্তির জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছি।
×