ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৬:৩১, ৭ ডিসেম্বর ২০১৭

দুর্নীতি মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, রায় হাতে পাওয়া সাপেক্ষে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ফলে এই আসামির বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার কার্যক্রম চালাতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে রাজধানীর কল্যাণপুরের শামীমা লাইলা আরজুমান্না খান শাম্মী হত্যার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হেফাজতে ইসলামের অবরোধের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকার কাফরুলের কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যার আলোচিত মামলাটিতে আপীল ও মৃত্যুদ- কার্যকরের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে।
×