ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ৬৫ মাঝিকে অপহরণ ॥ গুলিবিদ্ধসহ আহত ১৪

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ নভেম্বর ২০১৭

বাঁশখালীতে ৬৫ মাঝিকে অপহরণ ॥ গুলিবিদ্ধসহ আহত ১৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৮ নবেম্বর ॥ বাঁশখালী-কুতুবদিয়া সীমানার জাহাজখাড়ি এলাকা হতে ৫টি ফিশিং বোটসহ ৬৫ জন মাঝিমাল্লাকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুদের হামলায় ৬ মাঝিমল্লা গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৪ জন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রবিউল আলম (২৮) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আলমগীর হোসেন বলেন, বঙ্গোপসাগরে মাঝিসহ বোট অপহরণের খবর পাওয়া গেছে। বঙ্গোপসাগরের আওতাধীন সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। মাঝিসহ বোট অপহরণের ঘটনায় বাঁশখালীর জেলেপল্লীতে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, বঙ্গোপসাগরের বাঁশখালীর গ-ামারা এলাকার পশ্চিমে জাহাজখাড়ি স্থানে সোমবার গভীর রাতে মাছ ধরার জন্য অবস্থান করছিল এফবি সাইফুল, এফবি মায়ের দোয়া, এফবি আল্লাহর দান, আল্লাহ মালিক ও এফবি মায়ের দোয়া ফিশিং বোট। হঠাৎ জলদস্যুর দল তাদের ফিশিং বোটে হামলা চালায়। ফিশিং বোটে থাকা মাঝিমাল্লাদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুর দল। জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ রবিউল আলম কোন রকম প্রাণে বেঁচে এলাকায় পৌঁছলে অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তাছাড়া ফিশিং বোটের মালিকগণের কাছ থেকে জলদস্যুদের দল ২-৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে বলে জানায় বোটের মালিকগণ।
×