ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দুই সদস্যের একই পদে চুক্তিতে নিয়োগ

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৭

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দুই সদস্যের একই পদে চুক্তিতে নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং দুইজন সদস্যকে একই পদে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক নঈম চৌধুরী এবং সদস্য অধ্যাপক ডাঃ সাহানা আফরোজ ও মোঃ শওকত আলীকে গত ১৮ নবেম্বর বা যোগদানের তারিখ থেকে আগের পদেই পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে পৃথক বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন করে চুক্তিতে নিয়োগ পাওয়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে। ২০১৪ সালের ১৮ নবেম্বর তিন বছরের চুক্তিতে অধ্যাপক নঈম চৌধুরীকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়রম্যান এবং অধ্যাপক ডাঃ সাহানা আফরোজ ও মোঃ শওকত আলীকে সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ধারা ৭ অনুযায়ী ১৮ নবেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে। একটি নির্ভরযোগ্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ, সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জনসাধারণ এবং বিকিরণ কর্মীদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে নিরাপত্তা, বিকিরণ সুরক্ষা ও সেফগার্ডস সংশ্লিষ্ট নিউক্লিয় নিয়ন্ত্রণমূলক কর্মসূচীর প্রতিপালন করাও এই কর্তৃপক্ষের কাজ।
×