ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে কাদের

বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যান চলবে

প্রকাশিত: ০৫:০৮, ২২ নভেম্বর ২০১৭

বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যান চলবে

সংসদ রিপোর্টার ॥ বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যানবাহন এবং পণ্য পরিবহনের জন্য পণ্যবাহী যান চলাচল করতে পারবে। ইতোমধ্যে ভারত, বাংলাদেশ ও নেপাল চুক্তিটি অনুসমর্থন করেছে। আশা করা যায় ভুটানও সহসাই চুক্তিটি অনুসমর্থন করবে। চার দেশের অনুসমর্থনের পর চুক্তিটি বাস্তবায়ন হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, পাশ্ববর্তী দেশের সঙ্গে স্থলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্তঃদেশীয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক যোগাযোগ মহাসড়ক নেটওয়ার্ক সর্বাধিক গুরুত্ব বহন করে। ভৌগলিক অবস্থানগত সুবিধার কারণে ৫টি আন্তঃদেশীয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক মহাসড়ক নেটওয়ার্ক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। মন্ত্রী ওবায়দুল কাদের আরও জানান, বিসিআইএম-ইসি এর অধীনে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের স্টাডি গ্রুপের সভা গত ডিসেম্বরে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বিমসটেকের আওতায় লজিস্টিক স্টাডিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে ৮টি মহাসড়ক করিডোরে ৫৯০ কিলোমিটার মহাসড়ক ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা রেখে দুই লেন থেকে ৪ লেনে উন্নীত করার সমীক্ষা ও নক্সা প্রণয়নের কাজ চলছে। উক্ত স্টাডি সমাপ্তের পর বিনিয়োগের ভিত্তিতে বাস্তব কাজ গ্রহণ করা হবে। ৪ লেন করার জন্ম যন্ত্রণা সহ্য করতে হবে ॥ ঢাকা হতে এলেঙ্গা হয়ে বগুড়াগামী সড়কের দুর্ভোগ নিয়ে প্রশ্ন করায় জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাব দিতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ৪ লেন করার জন্ম যন্ত্রণা সহ্য করতে হবে। ধৈর্য ধরুন সময়মত কাজ শেষ হবে। প্রশ্নকর্তার প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, তিনি দুর্ভোগের কবলে আছেন? টাঙ্গাইল থেকে বগুড়ার রাস্তা নিয়ে। জন্মকালের যন্ত্রণাটা তিনি কী অস্বীকার করতে পারবেন? এ সময় মেয়র হানিফ ফ্লাইওভারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেয়র হানিফ ফ্লাইওভার নিয়ে কত দুর্ভোগ, কত কষ্ট। কিন্তু এখন চিত্রটা কী? আড়াই ঘণ্টার রাস্তা এখন আড়াই মিনিট। তাই ধৈর্য ধরতে হবে। একটা বড় রাস্তা করা হচ্ছে। যেটা আপনারা ক্ষমতায় থাকতেও করতে পারেন নাই। ওবায়দুল কাদের বলেন, ৪ লেন রাস্তা করার একটা যন্ত্রণা আছে। আমাদের এই যন্ত্রণা মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। রাস্তা করতে এত সময় লাগে কেন? আপনাদের চিন্তা করতে হবে এবার এক বছরের মধ্যে ৯ মাস টানাবর্ষণ, ভারিবর্ষণ। কিভাবে আমর মোকাবেলা করব? এই বৃষ্টির মধ্যে বিটুমিনের কাজ কী হয়? আপনি করতে পারবেন ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় মতো কাজ শেষ হবে। পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৪৯ ভাগ ॥ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুটি দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ এগিয়ে চলছে ॥ অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকার উত্তরা ৩য় পর্ব হতে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের কাজ ৮টি প্যাকেজের মাধ্যমে পুরোদমে এগিয়ে চলছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ প্যাকেজের বাস্তব গড় অগ্রগতি শতকরা ৭০ ভাগ।
×